নিঃস্ব, অসহায়
রক্তাক্ত রিক্ততা
পরে থাকে শুধু অবশেষ;
তোমাদের করুণার হিংস্রতায়
ক্ষতবিক্ষত
আমার আত্মার শরীর;
পঙ্কিল শুভ্রতায়
আচ্ছাদিত আমি।
মনের মুঠোয় আজ শুধু ঘৃণা;
নিঃশব্দ যন্ত্রণায়
রক্তপাতের শত আর্তচিৎকারে
চারপাশ আজ বিদীর্ণ।
শূণ্য জীবনের আজ বড় ক্লান্ত,
অসহায়, দুর্বল আমি;
দুঃস্বপ্নের উল্লসিত শীৎকারে
জীবন আজ মৃতপ্রায়।
স্বপ্ন হারিয়ে
মৃত উল্লাসে আজ,
জীবন বড়ই যান্ত্রিক।
babare ki prochondo dukhho re....eto dukhhe beche thakai mushkil.... bravo.
ReplyDelete