Saturday, February 19, 2011

উষ্ণ জলের ধোঁয়া... (by Debolina Sen)















উষ্ণ জলের ধোঁয়া...
ফিস ফিস করে কিছু বলে রেখে গেল,
রেখে গেল কিছু স্মৃতি।
আয়না ঝাপসা,
শরীরের ছায়াকে আর যাচ্ছেনা চেনা,
আমি আজ আবছায়া অশরীরী।
ছেলেবেলার শুকনো পাতা ওড়া,
লুকিয়ে আঁচার খাওয়া,
জীবন আজ হারিয়ে গেছে।
আজ ভাঁড়ারে,
জিভে জল আনা
জম্পেশ কুল, জলপাই মাখা ...
কিছুই নেই।
জিভে জল আসেনা আর,
শুধু চোখে আসে ।।

No comments:

Post a Comment