Saturday, December 18, 2010

শুধুই হাসি (by Tanushree singha )



















আমায় যখন শূন্যতায় ঘেরে,
বাচার ইচ্ছে মুছে যায় হেরে হেরে |
আর একটা সূর্যের কিরণ দেখতে মন না চায়,
নিজেকে শেষ করে দিতেও মন দিচ্ছে না সায় |

যদি হতাম আমি ছোট্টো একটি পরি, উড়তাম আকাশে,
তখনো কি তুমি থাকতে না আমার পাশে?
যদি হতাম আমি সেই ছোট্টো পুতুল, তোমার বিছানার পাশে,
তবুও কি তুমি থাকতে না আমার পাশে?

তোমার ফোনের অপেক্ষায় কাটতো আমার সকাল,
প্রতি মুহুর্তে যেন থেমে আছে সাল,
তোমার আওয়াজ সুনে মুখে ফুটতো হাসি,
বাজতো কতো রঙ্গিন বাজনা, বাজতো কতো বাশি |

আমি তাই আজও হাসি, শুধুই হাসি,
আর কোনোদিন বাজবে না সেই বাশি,
একা থাকার ব্যাথায় আমার গলায় লাগে ফাসি,
তবুও তো আমি হাসি, শুধুই হাসি!!!

4 comments:

  1. good. though very specific words for explaining the pain,still good one.

    ReplyDelete
  2. thank u.... will keep ur suggestions in mind

    ReplyDelete
  3. Nice. although you dont always need to rhyme the words to write a poem

    ReplyDelete